
বর্তমানে আইপিএল খেলতে আরব আমিরশাহিতে রয়েছেন চেন্নাই সুপার কিংসের তারকা অলরাউন্ডার ডোয়েইন ব্রাভো। দীর্ঘ বছর ধরে সিএসকে দলের নির্ভরযোগ্য অলরাউন্ডারের ভূমিকা পালন করে আসছেন ব্রাভো।








খেলার পাশে ডিজের ভূমিকাও পালন করেন ব্রাভো। গানও লেখেন নিজেই। ব্যক্তিগত জীবনেও খুবই রঙিন ডিজে ব্রাভো।
আর তার থেকেও রঙিন ব্রাভোর বান্ধবী জোসানা গনজালভেজ। তার লুকস ও হটনেসে ঘায়েল সবাই। আজ আপনাদের পরিচয় করাবো ব্রাভোর বান্ধবীর সঙ্গে।








খুব মজাতেই একসঙ্গে দিন কাটান ব্রাভো, জোসানা ও তাদের সন্তান। ছবি তুলতেও খুব পছন্দ করে গোটা পরিবার। ছবি সোজন্যঃ ইনস্টাগ্রাম
দীর্ঘ বছর ধরে ব্রাভোর সঙ্গে সম্পর্কে রয়েছেন জোসানা গনজালভিজ। তাদের মধ্যে সম্পর্কের নিবিড়তাও খুব ভাল। তবে তারা এখনও বিয়ে করেননি।








বিয়ে না করলেও তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। বাড়িতে থাকলেই পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করেন ব্রাভো। খুব মজাতেই একসঙ্গে দিন কাটান ব্রাভো, জোসানা ও তাদের সন্তান। ছবি তুলতেও খুব পছন্দ করে গোটা পরিবার।
ব্রাভোর বান্ধবী দেখতেও খুব সুন্দরী। তার রূপ দেখে চোখ ফেরানো দায় হয়ে যার অনেকরই। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় জোসানা গনজালভিজ। খুবই ঘন ঘন নিজের ও পরিবারের সঙ্গে ছবি শেয়ার করেন তিনি।








সোশ্যাল মিডিয়ায় নিজের হট ও বোল্ড ছবিও খুব শেয়ার করেন রোজানা। যা দেখার জন্য অপেক্ষায় থাকেন সকলেই।
Leave a Reply