
মডেল নায়লা নাঈম। অনেকেই তাকে বাংলাদেশের সানি লিওন মনে করেন। তবে এবার এই মডেলকে নতুনভাবে পরিচয় করে দিলো ভারতের শীর্ষ গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।








গণমাধ্যমটি বাংলাদেশি মডেল নায়লা নাঈমকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। তাতে এই নায়িকাকে বাংলাদেশি সানি লিওন হিসেবে আখ্যা দিয়ে বলা হয়, নায়লাই বাংলাদেশের সানি লিওন, নিজ দেশে তাকে এই বলে ডাকা হয়।
এদিকে এর আগে, বাংলাদেশি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সানি প্রসঙ্গে নায়লা নাঈম বলেন, আমাকে সানি লিওনের সঙ্গে তুলনা করা হয়েছে, এতেই সম্মানিত বোধ করছি। যদিও আমি তাকে ফলো করি না তারপরেও তার কাজ ও অর্জনকে আমি সম্মান করি।








এদিকে ভারতীয় প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ভারতের সানির মত বাংলাদেশি নায়লারও প্রচুর ফ্যান ফলোয়ার্স। আর সেখানে তার জনপ্রিয়তাও অত্যাধিক।
Leave a Reply