
অয়ন মুখার্জি পরিচালিত আলোচিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা দীর্ঘদিন ধরে নির্মাণ হয়েছে। বছরের শুরুতে জানা গিয়েছিল, অমিতাভ বচ্চন, রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত সিনেমাটি ২০২০ সালের ডিসেম্বরে মুক্তি পাবে। তবে করোনার কারণে সেটাও সম্ভব হচ্ছে না।








বলিউড হাঙ্গামার খবর, সিনেমাটির বাজেট নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে সিনেমাটির বাজেট ৩০০ কোটি রুপির কাছাকাছি। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট-২০২০-এ সিনেমাটি সম্পর্কে স্টার অ্যান্ড ডিজনি ইন্ডিয়ার চেয়ারম্যান উদয় শঙ্কর বলেছেন, ‘এটি এ দেশে (ভারত) নির্মিত এখন পর্যন্ত বৃহত্তম সিনেমা।’
সিনেমাটির বাজেট ৩০০ কোটি রুপি কি না, জানতে চাইলে উদয় শঙ্কর বলেন, ‘আপনাদের শুধু এটাই বলছি, এটা তার চেয়ে অনেক বেশি।’








হিন্দি ভাষার অলীক কল্পকাহিনির গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। এ সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এতে আরো অভিনয় করেছেন নাগার্জুন আক্কিনেনি, ডিম্পল কাপাডিয়া ও মৌনী রায়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Leave a Reply