
অনীক ধরের গান তো শুনেছেন, কিন্তু জা’নতেন কী যে স্ত্রীও দারুণ নাচেন? এবার স্বামী-স্ত্রী যুগলব’ন্দীতে কাঁপল সো’শ্যাল মিডিয়া।
সম্প্রতি গেঁন্দা ফুল গানটি বেশ চর্চায়। গায়ক বাদশা এই গানটি গেয়েছেন তার মতো করে। সেখানে দেখা গিয়েছে জ্যাকলিনকে। যা নিয়ে বিতর্কও হয় অনেক।








আর সেই বিত’র্ক থেকেই যেন এক ধা’ক্কায় জনপ্রিয়তা অনেকটা বেড়েছে বাদশার গাওয়া গেন্দা ফুলের। এবার সেই গানটিতে নাচলেন গায়ক অনীক ধর ও তার স্ত্রী। যা এক কথায় অনবদ্য৷ গৃহ’বন্দিতে এভাবে সময় কা’টাচ্ছেন তারা।
অনীক লিখেছেন যে কো’য়ারেন্টিন থাকার সময় এসবই মাথায় আসছে। তাই স্ত্রীকে নিয়েই এই পাগলামো চালালাম। আমি নিজে যদিও প্রথ’মে গেন্দা ফুল গানটি পছন্দ করিনি, কিন্তু ধী’রেধীরে এর রসে ডুব দিলাম!
দেখুন সেই ভিডিও…এই লিংকে








একেবারে পপস্টা’রের মতো তিনি গলায় নিয়েছেন এক ধর’ণের স্কার্ফ। তার স্ত্রীর পরনে ফিনফিনে শিফন। একেবারে দারুণ স্টাইলে মিঞা-বিবি নেচে মাত করলেন এই গানটির সঙ্গে।
Leave a Reply