
২০১৫ সালে ফেসবু’কের মাধ্য’মে হারুন অর রশি’দ অপুর অ’ঙ্গে শবনম ফারিয়ার বন্ধুত্ব হয়। এরপর ফেস’বুকে কথা বলতে বলতে তাদের দুজ’নে’র মধ্যে বন্ধু’ত্বের বন্ধন মজবুত হয়।








তিন বছর ধরে তাদের দুজ’নের ব’ন্ধুত্ব। একটা সময় তারা দুজ’নেই পর’স্পরের প্রতি ভালো’বাসা অনুভ’ব করেন। অপু-ফারি’য়ার সম্পর্ক তাদের দুই পরিবা’র জান’লে এতে পূর্ণ সমর্থ’ন দেন। ফা’রিয়ার কাছ থেকে জানা যায়,
২০১৮ সালের ফেব্রুয়া’রিতে তাদের একে’বারে ঘ’রো’য়াভাবে আঙটি বদল হয়।গত বছ’রের ১ ফেব্রু’য়ারি ধুম’ধাম করে বিয়ে হয় অভি’নেত্রী শবনম ফারিয়া ও বেসর’কারি চাকরি’জীবী হারুন অর রশীদ অপুর।








কিন্তু শেষ পর্যন্ত বিয়ে টিকল না তাদের। গত শুক্রবার বিবা’হবি’চ্ছেদ হয় ফারিয়া-অপু দম্পতির। বিয়ে নিয়ে মু’খরোচক খবর না ছড়াতে গতকাল শনিবার ফে’সবুকে এক যৌথ বিবৃতি দেন তাঁরা। বিচ্ছে’দের পর সম্পর্কের শেষটাও সুন্দর হতে পারে। সে রকমই প্রত্যাশা অভিনেত্রী শবনম ফা’রিয়ার।
সাবেক স্বামীর সঙ্গে পাঁচ বছরের সম্প’র্কটাকে ছোট করতে চান না তিনি। এদিকে শবনম ফারি’য়ার বিচ্ছে’দের সঙ্গে সঙ্গে তাঁকে বি’য়ের প্রস্তাব পাঠি’য়েছেন অনে’কেই। অনেকেই বলছেন, ‘আমা’কেই বিয়ে করো। তোমার জন্য অপে’ক্ষা করছি।’ ‘যদি দ্বিতী’য় করতে চাও তবে আমিই তোমা’কে বিয়ে করবো।’
শবনম ফারিয়া








এমন সব প্রস্তাব শবনম ফারিয়া পেয়েছেন সোশ্যাল হ্যান্ডেলের বিভিন্ন মাধ্যমে, মুঠো’ফোনে। এমজন বেশকিছু বিবা’হের লিখিত প্রস্তাবের ছবি তুলে প্রকাশ করেছেন শবনম ফা’রিয়া। যার অনেকগুলোই খুবই সি’রিয়াস’ভাবে লিখে’ছেন বলেই মনে হচ্ছে। হিসেব অনু’যায়ী অপুর সঙ্গে ফা’রিয়ার স’ম্পর্কের বয়স পাঁচ বছর।
হঠাৎ করেই অপুর স্মৃতি ভোলা যাবে না উল্লেখ করে ফারিয়া ফেসবু’কে লিখেছেন, ‘যে মানুষ’টার সঙ্গে গত পাঁচ বছর আমার জীবন প্রত্যক্ষ ও প’রোক্ষ’ভাবে জ’ড়িয়ে ছিল, সেই মানুষ’টার অসংখ্য স্মৃতি রয়েছে, যা চাইলে’ই হঠাৎ করে মুছে’ ফেলা সম্ভব নয়। বিচ্ছেদের পরে তাঁকে কীভাবে ছোট করি।’
শবনম ফারিয়া এই বিচ্ছে’দে যখন ব্যথিত হয়েছেন তখন সে ক্ষতে আ’ঘা’ত করে’ছে সা’ধারণ ফেস’বুক ব্যবহা’রকারীরা। বলেছে’ন কটূকথা, বলতে ছাড়েন নি মিডি’য়ার বিয়ে এম’নই হয়। অন্ত’ত বিভি’ন্ন সংবাদ মাধ্যমের মন্তব্যে বাক্সে এমন মন্তব্যে পরি’পূর্ণ।








ফারিয়া নিজেকে ফেস’বুক থেকে সরিয়ে নিয়েছেন। আ’পাতত তার ফেসবু’ক অ্যা’কাউন্ট নিস্ক্রিয়। রয়ে’ছেন ফেস’বুক থেকে দূরে। ফেস’বুক থেকে সরে গেলেও বিবা’হের প্র’স্তাব থেকে রেহাই পাচ্ছে’ন না জনপ্রিয় এই অভিনেত্রী।
Leave a Reply