
অনেকবার বলেছি, আবার বলছি, আমাকে মোটেই বলবেন না যে, ‘আপনার বয়স ৪৫ এর বেশি! তা মনেই হয় না!’ এমন অদ্ভুত কমপ্লিমেন্ট আমা’র ভালো লাগে না। বরং ইনস্টাগ্রামে লোকজন লেখেন বুড়া বয়সে ঢং, সেটা আমা’র ভালোই লাগে।
আমা’র ঢং করতে ভালো লাগে। খুব ভালো লাগে। আমা’র মুখের বলিরেখা আমা’র ভালো লাগে। ২৫ বছরের চেয়ে আমি দেখতে এখন অনেক ভালো।








আর যতদিন যাবে ততটাই ভালো হবো। বুড়া বলে আমাকে কাবু করার ক’ষ্ট যারা করেন, জানবেন তাদের জন্য পরম মমতায় আমা’র কা’ন্না আসে। আমিতো বুড়ি-ই! আমা’র বর ও তাই ডাকে! বিশ্বা’স করেন! আপনারাও ডাকবেন।
কারিনা কাপুর
কতো যে আদর মাখা সত্যি ডাক! এই ডাক আমা’র ভালো লাগে, মন খুলে ডাকবেন। মনের ভিতর কেবল আমি জ’ব্দ হচ্ছি এটা ভাববেন না… যাহোক আর কয়দিন বাদে ৫০ হবো যদি বাঁচি। তখন আরও ভালো দেখাবে আমি নিশ্চিত। আর ৫০ এর মতোই দেখাবে।








(ফেসবুক থেকে সংগৃহীত)
Leave a Reply